স্কাউট
লেখাপড়ার পাশাপাশি সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ সাধন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ও শিক্ষার্থীদের দৃঢ মনোবল, আত্মপ্রত্যয়ী, দেশ ও জাতি গঠনে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের উপযোগী করে গড়ে তোলার প্রত্যাশায় মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের স্কাউটিং এর পথচলা শুরু করে ২০১১ সাল থকে। এরই লক্ষে স্কুল অ্যান্ড কলজেরে সকল শিক্ষার্থীদের স্কাউটিং বাধ্যতামূলক করা হয়ছে। যখোনে সভাপতি হসিবেে মট্রেোপলটিন কলজেরে সম্মানতি অধ্যক্ষ, জনাব কামরুজ্জামান স্যার এবং সম্পাদক হসিবেে জনাব, মোঃ রয়িাদ হোসনে চৌধুরী (সাগর) দ্বায়ত্বি পালন করে আসছনে। মট্রেোপলটিন স্কুল অ্যান্ড কলজেরে সকল শিক্ষার্থী আরএসএল বেসিক র্কোস সম্পন্ন করছেনে। শিক্ষকদের সমন্বয়ে ক্যাম্প স্থাপন ও বভিন্নি ক্যাম্পে অংশগ্রহণরে মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতকি অনুষ্ঠানে নরিাপত্তার দ্বায়ত্বি, বৃক্ষরোপণ কর্মসূচী, পরিষ্কার পরিচ্ছন্নতা, জাতীয় ও আর্ন্তজাতিক দিবসে গার্ড অব অনার প্রদানসহ বিভিন্ন কর্মকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বিদেশের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশেও কলেজের সুনাম প্রতিষ্ঠা করেছে। এছাড়াও জাতীয় মুট, ক্যাম্পপুর,ি জলো মুট, কমডকোসহ দশেে ও দশেরে বাহরিে বভিন্নি ক্যাম্পে সফলতা ও র্সাথকতার সাথে তাদরে দ্ব্বায়ত্বি পালন করে আসছ।