Principal

মোঃ কামরুজ্জামান
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মেট্রোপলিটান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
মোবাইলঃ +8801720557188

অধ্যক্ষের বাণী

প্রাগৈতিহাসিক কাল থেকে বহু বিবর্তনের মাধ্যমেই আজকের এই পরিশীলিত সভ্যতা। এই সভ্যতা বির্নিমাণে যা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে, তা হলো শিক্ষা। আত্মিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় সাধন হলেই শিক্ষা পূর্ণতা পায়। আর এই দুই শিক্ষারই সফল বাস্তবায়নে বিএসবি ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে মেধাবী ও দক্ষ শিক্ষকের অপ্রতুলতা, আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ শিক্ষাঙ্গনের শূন্যতা, সাজেশন, গাইড ও প্রাইভেট টিউটর নির্ভরতা সমগ্র শিক্ষা ব্যবস্থায় এনেছে গ্রহণের কাল। সেই গ্রহণের কাল থেকে মুক্তির বার্তা নিয়ে নক্ষত্রের বুক চিরে আলোর ঝলকানি সম্ভাবনাকে পুঁজি করেই দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে মেট্রোপলিটন কলেজ। তারই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে মেট্রোপলিটন কলেজের পাশাপাশি স্কুলের যাত্রা শুরু করেছে।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠা। জন্মলগ্ন থেকেই কলেজটি শিক্ষা প্রদান ও ফলাফলের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করেছে।

বৈশ্বিক বহুমাত্রিক পরিবর্তনের সাপেক্ষে জাতীয় আদর্শের ধারক, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক ব্যক্তির অন্তর্নিহিত শক্তি, প্রতিভা, বুদ্ধির বিকাশ সাধন ও নৈতিক গুণসম্পন্ন মানুষ গড়ে তোলাই মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের মূল উদ্দেশ্য।

Sister Concerns of BSB-Cambrian Education Group