Message from Principal
আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ একটি নন্দিত নাম। বাংলাদেশের প্রথম ডিজিটাল কলেজ হিসেবে গৌরবান্বিত এই প্রতিষ্ঠান আজ আন্তর্জাতিক শিক্ষার পাদপীঠ হিসেবে নিজেদেরকে অধিষ্ঠিত করেছে। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের নব সংযোজন ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশবরেণ্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব লায়ন এম. কে. বাশার পিএমজেএফ এর আধুনিক ও যুগোপযোগী চিন্তার বিজ্ঞান মনষ্কধারায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানে আছে আধুনিক শিক্ষার সর্বোত্তম ব্যবস্থা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যসূচি অনুসরণ, আধুনিক ল্যাব, সমৃদ্ধলাইব্রেরি, ল্যাপটপ-ইন্টারনেট, স্মার্টবোর্ড ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। বিশেষ বা অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে ঝঝচ বা সুপারভাইজরি স্ট্যাডি প্রোগ্রাম। এই প্রতিষ্ঠানে রয়েছেন অভিজ্ঞ, সৃজনশীল ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে প্রশিক্ষিত শিক্ষকগণ। যাঁদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা গড়ে উঠবে বিজ্ঞানমনষ্ক সৃজনশীল মানুষ হিসেবে।
উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম ধাপ হচ্ছে কলেজ পর্যায়। যথাযথ পথনির্দেশনা, আধুনিক পরিকল্পনা ও দক্ষ শিক্ষা প্রশাসনই উচ্চশিক্ষার এ ধাপকে করে দিতে পারে মজবুত। যুগোপযোগী ক্যামব্রিয়ান কলেজ সে লক্ষ্য নিয়েই পথচলা শুরু করেছে চট্টগ্রামের সমৃদ্ধ জনপদে। ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম হবে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় ১ম বার অংশগ্রহণ করে শতভাগ পাস সহ ৩২% অ+ এবং ৫৮% অ গ্রেড পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ্।
আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলাই শুধু আমাদের উদ্দেশ্য নয়; আদর্শ চরিত্রবান ও মানবিক গুণসম্পন্ন সংস্কৃতিমনা ও দেশপ্রেমে উজ্জীবিত একজন মানুষ হিসেবে গড়ে তোলাও আমাদের নৈতিক দায়িত্ব। এইচএসসি পাসের পর বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আছে বিএসবি ফাউন্ডেশন স্কলারশিপ, ফ্রি কাউন্সিলিং ও ভিসা প্রসেস, ইউনিভার্সিটি কর্তৃক স্কলারশিপ সুবিধা।
শুধু ছাত্র শিক্ষকই নন, ক্যামব্রিয়ান কলেজের যথাযথ ও সুষ্ঠু শিক্ষাদানে সম্মানিত অভিভাবকমন্ডলীর সহযোগিতা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম এ তোমাদের স্বাগতম। শিক্ষাগ্রহণের জন্য এসো। মানুষ হয়ে তোমরা বেরিয়ে পড় দিক-দিগন্তে। তোমাদের সাফল্যে গর্বিত হোক তোমার পরিবার, সমাজ ও স্বদেশ।