Our BNCC Platoon

ক্যামব্রিয়ান স্কুল আ্যান্ড কলেজে স্কুল শাখায় একটি জুনিয়র প্লাটুন এবং কলেজ শাখায় দুটি সিনিয়র প্লাটুনের (পুরুষ ও মহিলা ) কার্যক্রম চালু রয়েছে। জুনিয়ার প্লাটুনে ৩২ জন এবং সিনিয়র প্লাটুনে (৩২+ ৩২) ৬৪ জন ক্যাডেট ভর্তি হওয়ার সুযোগ থাকে। ক্যামব্রিয়ানের প্রাক্তন ক্যাডেটদের মধ্যে বেশ কয়েক জন ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে যোগদান করেছে।

বিএনসিসিতে যোগদানের সুবিধাসমূহঃ

১. বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদমর্যাদায় যোগদানের ক্ষেত্রে সরাসরি আইএসএসবি - তে অংশগ্রহণের সুবিধা।

২. দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসাবে সেনাবাহিনীর তত্বাবধানে প্রশিক্ষণের সুবিধা।

৩. সরকারি খরচে বিদেশ ভ্রমনের সুবিধা।

৪. ব্যক্তিগত জীবনে শৃংখলা ও আচরণের উন্নয়ন।

বিএনসিসিতে ক্যাডেট হিসাবে যোগদানের যোগ্যতা

১. বিজ্ঞান শাখায় এস এসসিতে জিপিএ-৫ থাকতে হবে।

২. উচ্চতা: ছেলে- ৫ ফুট ৬ ইঞ্চি, মেয়ে- ৫ ফুট ৪ ইঞ্চি।

৩. সহ শিক্ষা কার্যক্রম (নাচ, গান, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, অভিনয় এবং পারদর্শি হলে এবং স্টোকেনে দক্ষ হলে জিপিএ শিঠিল যোগ্য ৷

Photo Gallery